পরিপক্ব আম ও লিচু সংগ্রহ করতে বলছে কৃষি বিভাগ
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় গাছের পরিপক্ব আম ও লিচু সংগ্রহ করে ফেলতে পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে অধিদফতরের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাটি, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এ ১৩টি জেলার জন্য এ নির্দেশনা পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কৃষি অধিদফতর থেকে জারি করা পরামর্শলিপিতে বলা হয়েছে, বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হলে সংগ্রহ করে ফেলুন। সংগ্রহ করা ফসল পরিবহন করা না গেলে মাঠে গাদা করে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখুন যেন ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়। দ্রুত পরিপক্ব সবজি ও ফল, বিশেষ করে আম ও লিচু সংগ্রহ করে ফেলুন। সেচ, সার ও বালাইনাশক থেকে বিরত থাকুন। দণ্ডায়মান ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দিন।
আরও বলা হয়, নিষ্কাশননালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি না জমে। খামারজাত সব পণ্য নিরাপদে রাখুন। আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল ও সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন। পুকুরের চারপাশে নেটজাল দিয়ে ঘিরে দিন যেন ভারী বৃষ্টিপাতে মাছ ভেসে না যায়। গবাদিপশু, হাঁস-মুরগি শুকনো নিরাপদ স্থানে রাখুন ও মৎস্যজীবীদের সমুদ্রগমন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আম ও লিচু ভেঙে নেওয়াসহ ১১টি নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। জেলার সব উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাষি ও ব্যবসায়ীদের দ্রুত পরিপক্ব আম গাছ থেকে ভেঙে নেওয়ার জন্য পরামর্শ দেবেন।
তিনি বলেন, ২৬ মে-র আগে চাষিরা পরিপক্ব আম ও লিচু গাছ থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য সাতক্ষীরার সব চাষী ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হচ্ছে।
আকরামুল ইসলাম/এনএ