কলাপাড়ায় কীটনাশক প্রয়োগ করে এক কৃষকের পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরের দিকে ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।  

জানা গেছে, পাঁচজুনিয়া এলাকার মান্নান মৃধার দুই ছেলে আল-মামুন মৃধা (৩৬) এবং জাফর মৃধা (৩৮) বাড়ির পুকুরে মাস চাষ করে সফলতা পেয়েছিলেন। শনিবার দুপুরের দিকে তার মা পুকুর পাড়ে গেলে দেখতে পান পুকুরের পানি ঘোলাটে হয়ে গেছে। কাছে গিয়ে দেখেন কীটনাশকের বোতল পানিতে ভাসছে এবং পানির রঙ অনেকটা জায়গাজুড়ে ঘোলাটে হয়ে গেছে। 

এ সময় তিনি বাড়ির অন্যান্য সদস্যদের ডাকলে তারা এসে দেখেন চিংড়ি মাছ ছুটাছুটি করছে। পরে তারা সেই ঘোলা পানি উঠাতে থাকেন এবং পুকুরে কলাগাছ কেঁটে ফেলন। সেই সাথে পানি স্বাভাবিক অবস্থায় আনার জন্য এমওপি (মিউরেট অব পটাশ) প্রয়োগ করেন। কিন্তু কিছুতেই রক্ষা করতে পারেননি পুকুরের মাছগুলো। 

পুকুরের মালিক আল মামুন মৃধা বলেন, অনেক কষ্ট করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ভাইয়ের সঙ্গে যৌথভাবে মাছ চাষ শুরু করি। পরিশ্রম করে সফলতাও পেয়েছি।

তিনি বলেন, আমাদের পুকুরে গলদা চিংড়ির সঙ্গে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, ব্রিগেড, গ্রাস কার্প, পাঙ্গাশ, তেলাপিয়া এবং চাইনিজ পুঁটি চাষ করেছি। 

তিনি আরও জানান, দুপুরের দিকে আমাকে ফোন করলে এসে দেখি মাছগুলো ছুটোছুটি করছে। তখন এলাকার লোকজন এসে মাছগুলো উপরে উঠিয়েছেন। তার ভাষ্যমতে এলাকায় তাদের সঙ্গে শত্রুতাবশত কেউ এ কাজ করে থাকতে পারেন। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, স্থানীয় চৌকিদারের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাজী সাঈদ/এমএএস