সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় বাস

রাজশাহী নগরীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন মারা গেছেন। সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে নগরীর মতিহার থানার ধান গবেষণা কেন্দ্রের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার বাবর আলীর ছেলে নবাব আলী (৫০) ও জেলার বাঘা উপজেলার চকছাতারি এলাকার জাহাব আলীর ছেলে রবিউল ইসলাম (৩২)।

এদের মধ্যে নিহত রবিউল দুর্ঘটনাকবলিত আফিয়া পরিবহনের চালক। আর নবাব আলী ছিলেন ওই বাসটির যাত্রী। এতে ঘটনাস্থলেই মারা যান চালক রবিউল ইসলাম।

আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে নবাব আলীর মৃত্যু হয়। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (সদর) আব্দুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া আফিয়া পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাজশাহী নগরীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন মারা গেছেন। সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে নগরীর মতিহার থানার ধান গবেষণা কেন্দ্রের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, হতাহতদের উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর