নদীতে গোসলে নেমে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
নিহত সাজিদ তিয়াস
দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজিদ তিয়াস (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বিকেল ৪টার দিকে আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ তিয়াস নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফার একমাত্র ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধু মিলে দিনাজপুরের আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে ঘুরতে যান। সেখানে গোসল করতে নেমে তিয়াস ও তার বন্ধু ফাইজুল পানিতে ডুবে যান।
এ সময় অন্য বন্ধুরা প্রথমে ফাইজুলকে ও পরে তিয়াসকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সাজিদ তিয়াস।
বিজ্ঞাপন
হাসপাতালে চিকিৎসাধীন ফাইজুল ইসলামের বাসা সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায়। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র।
নিহত সাজিদের জানাজা সৈয়দপুর মহিলা কলেজ মাঠে মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের হাতিখানা কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাহমুদ আল হাসান রাফিন/আরএআর