রাজশাহী বিভাগজুড়ে প্রাণঘাতী করোনা সংক্রমণ ছাড়াল ৩৪ হাজার। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এনিয়ে করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮২ জনে।

মঙ্গলবার (২৫ মে) বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৮২ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২১ জনের। নতুন করে ৮২ জনের করে করোনা ধরা পড়েছে করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জে।

তিনি আরও জানান, এছাড়া রাজশাহীতে ৫৪ জন, নওগাঁয় ২৪, সিরাজগঞ্জে ১৩, বগুড়ায় ১২, জয়পুরহাটে ১২, পাবনায় ৯ এবং নাটোরে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন একজন। একজন করে রাজশাহী ও নওগাঁয় প্রাণ হারিয়েছেন।

এ পর্যন্ত বিভাগে সব চেয়ে বেশি করোনায় প্রাণহানি ঘটেছে বগুড়ায় ৩০৯ জন। এছাড়া রাজশাহীতে ৮১ জন, নওগাঁয় ৩৮, চাঁপাইনবাবগঞ্জে ২৮,  সিরাজগঞ্জে ২৩, পাবনায় ২২, নাটোরে ২১ ও জয়পুরহাটে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনাজয় করেছেন ৩০ হাজার ৯৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৭ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা নিয়ে ভর্তি হয়েছেন ১৩ জন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর