ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে হাম রুবেলা টিকা নেয়ার পর পিয়া (১০) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৪ জানুয়া‌রি) সকালে উপ‌জেলার গানজানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পিয়া উপজেলার দেওপাড়া ইউনিয়নের গানজানা গ্রামের বাহাজ উদ্দিনের মেয়ে।

নিহত পিয়ার ভাই ফরমান জানান, তার বোনের বয়স ১০ বছর ৫ মাস। সোমবার সকালে বাড়ির পাশে অন্যদের সঙ্গে খেলা করছিল পিয়া। কাউকে কিছু না জানিয়ে অন্য শিশুদের সঙ্গে গানজানা সূর্যের হাসি ক্লিনিকে সেও টিকা দিতে যায়। টিকা দিয়ে ফেরার পথে মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। পরে অন্যরা তাকে অসুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে তার শারীরিক অবস্থার অবনতি হলে ধলাপাড়া সিকদার মেডিকেল হল ফার্মেসিতে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে সৈকত নামে এক স্বাস্থ্য সহকারী পিয়াকে দেখে একটি ইনজেকশন পুশ করেন। এরপর অবস্থার আরও অবনতি হ‌লে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

ফার্মেসিতে কর্মরত স্বাস্থ্য সহকারী সৈকত বলেন, রোগীর অবস্থা অনেক খারাপ ছিল। তাই ডেক্সামেটাসন ইনজেকশন পুশ করা হয়। এটা অন্য যে কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে দেয়া হয়। আর ওই মেয়েটার আগে থেকেই শ্বাসকষ্ট ছিল, আমিই চিকিৎসা করে আসছিলাম।

টিকা কার্যক্রমের মনিটরিংয়ের দায়িত্বে থাকা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিল্ড সুপারভাইজার মনোয়ারা সুলতানা বলেন, টিকা দেয়ার পর শিশুটি সুস্থ স্বাভাবিক ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায় সে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, হাম রুবেলা ভ্যাকসিনে কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। পিয়া যে হাঁপানি রোগী ছিল তা জানা ছিল না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রতিনিধিসহ সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভ্যাকসিনে কোনো সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। দাফনের জন্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। 

এসপি