৫ হাজার টাকায় মরা গরু কিনলেন কসাই
কসাই আশরাফ আলীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুদিন আগে মারা যাওয়া গরুর মাংস বিক্রির অপরাধে আশরাফ আলী নামে এক কসাইকে জরিমানা করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোলদাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।
কসাই আশরাফ আলী আলমডাঙ্গা উপজেলার কুঠি পাইকপাড়া গ্রামের ইয়াস উদ্দীনের ছেলে।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিবেশী গোলাম রাসুলের একটি গরু দুইদিন আগে মারা যায়। রাতের আঁধারে কসাই আশরাফ আলী নগদ পাঁচ হাজার টাকা দিয়ে সেই গরুটি গোলাম রাসুলের কাছ থেকে কিনে নেন। সোমবার সন্ধ্যার আগে তিনি পার্শ্ববর্তী ঘোলদাড়ি বাজারে পচা-দুর্গন্ধযুক্ত মাংস কম দামে বিক্রি করতে শুরু করেন। মাংসের মান নিম্নমানের ও কিছুটা দুর্গন্ধযুক্ত হওয়ায় কয়েকজন ক্রেতা বিষয়টি ঘোলদাড়ি পুলিশ ফাঁড়িতে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কসাই আশরাফ আলীকে আটক ও দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন আলী বলেন, সোমবার সন্ধ্যায় ঘোলদাড়ি বাজারে দুদিন আগে মারা যাওয়া গরুর মাংস বিক্রি করা হচ্ছে বলে খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় কসাই আশরাফ আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ পাঁচ হাজার জরিমানা করা হয়। অভিযানে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করে।
বিজ্ঞাপন
আরএআর