‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, আপনার সন্তানের হাতে টেঁটা বল্লম দিয়ে যুদ্ধক্ষেত্রে নয়, বই-খাতা দিয়ে স্কুলে পাঠান, আর নয় রক্তপাত’ এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছায় ২ হাজার ৫০০ টেঁটা-বল্লম পুলিশের কাছে জমা দিয়েছে গ্রামবাসী। বুধবার (২৬ মে) বিকেল ৫টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।

উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে ৭ নম্বর বিট পুলিশিংয়ের আয়োজনে বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবদমান টেঁটা-বল্লম যুদ্ধে রক্তপাত নিরসন ও এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এমন আয়োজন করা হয়।

এ সময় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আর যেন কোনো মা টেঁটা-বল্লমের আঘাতে সন্তানহারা না হয়। আর যেন কোনো বোন স্বামীহারা না হন। আসুন, শান্তির পথে আমি আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম, পুলিশ উপপরিদর্শক সেকেন্দার আলী, বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা।

ব.ম শামীম/এনএ