ফেনীতে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনিয়ে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গত চারদিনে জেলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযানে ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকার জাহিদুল ইসলাম ইমন, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মো. ইব্রাহিম (৩৬), ছনুয়া ইউনিয়নের মধ্যম ছনুয়া গ্রামের সাহাব উদ্দিন (৫৮), ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর গ্রামের মো. জামাল উদ্দিন (৫০), ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের আতিক উল্যাহ ভূঁইয়া (২০), বসন্তপুর গ্রামের মাহমুদুল হক মিলন (২৫), ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের নজরুল ইসলাম মজুমদার শামীম (৪৫) ও ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়ার নায়েদ ইসলাম অপুকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে সন্দেহজনক আসামি হিসেবে আন্দোলনে হতাহতের ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারেক চৌধুরী/এমএসএ