দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জে প্রকাশ্যে ডেভিলরা ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশকে ডেভিল মুক্ত করতে হলে সবার আগে সচিবালয়ে থাকা ডেভিলদের চিহ্নিত করতে হবে। এই ডেভিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই তাদের চিহ্নিত করে শিকার করা জরুরি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থান-২৪ এর শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায়, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সুস্থ সংস্কৃতির চর্চায় গণঅধিকার পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আবু হানিফ বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের সংস্কৃতি চর্চার দিকেও মনোযোগ দিতে হবে। একটা দেশকে সামনে এগিয়ে নিতে সুস্থ সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ দেশের সুস্থ সংস্কৃতি চর্চার পথকে রুদ্ধ করে দিয়েছিলো। মানুষের মাঝে যে সামাজিক সম্পর্ক ছিলো সেগুলো নষ্ট করে দিয়েছিল।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগের আমলের চাঁদাবাজি, দখলদারি এখনো কমেনি, কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে সিস্টেম আগেরটাই রয়েছে। এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। ছাত্র-জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি, তারা দেশকে আমূল সংস্কার করার জন্য জীবন দিয়েছে। অনেকেই নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন, সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। মনে রাখতে হবে সংস্কার ব্যতীত নির্বাচন টেকসই হবে না। সংস্কার না করে নির্বাচন দিলে সেটা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। তাই আগে সংস্কার তারপর নির্বাচন। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিলো সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত সেই বিষয়টি উল্লেখ রয়েছে। র‍্যাব এবং টেলিফোনে আড়িপাতা সংস্থা বিলুপ্তের কথা বলা হয়েছে। এই জুলাই আন্দোলনে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যাকে জাতিসংঘ মানবতাবিরোধী হিসেবে উল্লেখ করেছে এবং দায়ীদের বিচারের সুপারিশ করেছে। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। কিন্তু আয়নাঘরের যে-সব ছবি সামনে আসছে, তাতে আয়নাঘরের সঠিক চিত্র উঠে আসেনি। বাস্তবে আয়নাঘর আরও ভয়াবহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদের হোসেনপুর উপজেলার সদস্য সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সদস্য মোখলেছুর রহমান উজ্জ্বল, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

এনামুল হক/এমএসএ