প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরা থেকে পদ্মা নদী পার হয়ে মাওয়া শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় ট্রলার ডুবিতে একজন নিহত হয়েছেন। ওই ট্রলারে থাকা আরও চারজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার ফকির মাহমুদ আকন কান্দির মৃত হাবিব খানের ছেলে মো. আব্দুর রহমান আকনের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুসহ চারজন নিখোঁজ রয়েছেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জাজিরা ঘাট থেকে সবধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে কিছু লোক জাজিরার পূর্ব নাওডোবা জিরো পয়েন্ট থেকে জেলে ট্রলারে করে পদ্মা নদী পার হয়ে মাওয়া শিমুলিয়া ঘাটে যাওয়ার চেষ্টা করেন। ট্রলারটি তীর থেকে ছেড়ে পালেরচর এলাকায় মাঝ নদীতে গেলে ঢেউয়ের কারণে ডুবে যায়। খবর পেয়ে জাজিরা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।

সৈয়দ মেহেদী হাসান/ওএফ