বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসার নৈশপ্রহরী জয়নাল আবেদীনকে (৬৫) ডিউটিরত অবস্থায় গভীর রাতে তার কক্ষে ঢুকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

শুক্রবার (২৮ মে) সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত জয়নাল আবেদীন উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মীর বক্তারের ছেলে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুক ঢাকা পোস্টকে জানান, নিহত জয়নাল আবেদীনের ছেলে আবু কাসেম মূলত মাদরাসার নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী। সড়ক দুর্ঘটনায় আবুল কাসেম শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তার বাবা জয়নাল আবেদীন ও আবুল কাসেম দুজনে মিলে ভাগাভাগি করে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে, তা জানা নেই।

নিহতের ছেলে আবুল কাসেম ঢাকা পোস্টকে জানান, তার বাবা ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতেন। আজ ৭টার দিকেও বাড়ি না-ফেরায় তিনি স্থানীয় দুই ব্যক্তির সহায়তায় মাদরাসার মূল ফটকের ছিটকিনি খুলে ভেতরে ঢোকেন। ঢুকে দেখেন বিছানার ওপর তার বাবার নাড়িভুঁড়ি বের হওয়া গলাকাটা মরদেহ উপুড় হয়ে পড়ে আছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন জনি/এনএ