ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্য হাতির আক্রমণে অপু মারাক (৪৮) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) ভোররাতে উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম পানিহাতায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জুব্বার জানান, গত কদিন ধরেই পাহাড়ের বন্য হাতির দল গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় বন্যহাতির একটি দল উপজেলার পানিহাতা ফেকামারী গ্রামের বেশ কিছু এলাকাজুড়ে তাণ্ডব চালায়। এ সময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড়সহ ঘরবাড়ি ভাঙচুর করে। 

এদিকে হাতির অত্যাচার থেকে বাঁচতে শুক্রবার ভোররাতে গ্রামের কয়েকশ মানুষ মশাল, সার্চ লাইট ও সাইরেন বাজিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। হাতির দলকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেওয়ার সময় অপু মারাক দলছুট একটি হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে সেখানেই মারা যান। এরপর হাতির দলটি গহীন বনে ঢুকে পড়লে এলাকাবাসী অপু মারাকের মরদেহ উদ্ধার করেন।

জাহিদুল খান সৌরভ/আরএআর