৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ফেনীতে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেলে ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের ডোমুরুয়া আজিম ভূঁইয়া বাড়ি সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ৪০ জন কিশোরকে পুরস্কৃত করা হয়। 

সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা মাইন উদ্দিন ভূঁইয়া সোহেলের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়। আজিম ভূঁইয়া বাড়ী জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ৪০ জন কিশোরকে পবিত্র কোরআন, বইসহ নগদ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। 

মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। আজিম ভূঁইয়া বাড়ী জামে মসজিদের সভাপতি মজিবুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান এনামুল হক, আল হেরা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, এসএ টিভির ধর্মীয় আলোচক মাও. ইয়াছিন আরাফাত প্রমুখ।

চেয়ারম্যান মানিক বলেন, প্রবাসে থেকেও সোহেল যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বর্তমান সময়ে মানুষ যখন অপসংস্কৃতিতে নিমজ্জিত ঠিক সেই সময়ে এমন উদ্যোগ ছাত্র ও যুব সমাজের মাঝে ধর্মীয়, সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখবে।

হোসাইন আরমান/ওএফ