গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুতের খুঁটি স্থাপনে সাবেক সংসদ সদস্য ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে ফেসবুকে প্রায় আট কোটি টাকার চাঁদাবাজির চিঠি ভাইরাল হওয়া নিয়ে পুরো গাজীপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত ১ মার্চ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অফিশিয়াল প্যাডে সমিতি-২-এর সদ্য অবসরে যাওয়া সিনিয়র জোনাল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. হাসান শাহ্ নাওয়াজ স্বাক্ষরিত একটি চিঠি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমির কাছে পাঠিয়েছেন। চিঠিতে তিনি ওই টাকা উত্তোলনে সাবেক কমিউনিস্ট ঘেঁষা মো. শহীদুল্লাহ্ নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, কাপাসিয়ায় আমি (জিএম) কর্মস্থলে আসার তিন বছরের মধ্যে কাপাসিয়া উপজেলায় প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করি। তাতে বৈদ্যুতিক পোল (খুঁটি) স্থাপন করা হয়েছে প্রায় সাড়ে ১৯ হাজার। মো. শহীদুল্লাহ আপনার (বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি) নাম ভাঙিয়ে পোল-প্রতি চার হাজার টাকা করে মোট প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন করেছেন, যা সরাসরি দুর্নীতির প্রমাণ মেলে। যা আপনাকে অবহিত করা প্রয়োজন ছিল।

এ ব্যাপারে গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, ভাইরাল হওয়া কোনো চিঠি সরাসরি আমি পাইনি। তবে অন্যদের ফেসবুকে পেয়ে ওই জিএমকে ফোন করা হয়। এ সময় জিএম জানান, আমাকে উদ্দেশ করে এ রকম কোনো চিঠি তিনি লেখননি। তার স্বাক্ষর জাল করে কেউ ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তবে এ ব্যাপারে জিএম মো. হাসান শাহ্ নাওয়াজকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্ ওই টাকা উত্তোলন ও তার বিরুদ্ধে আনা অভিযোগের কথা অস্বীকার করে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ওই জিএমের নয়। ওই চিঠি ভাইরাল হওয়ার ঘটনায় জিএম শাহ্ নাওয়াজ গাজীপুর সদর থানায় শুক্রবার (২৮ মে) জিডি করেছেন। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই একটি মহল ষড়যন্ত্র করে জিএমের স্বাক্ষর জাল করে ওই চিঠিটি ভাইরাল করা হয়েছে। ওই চিঠির সব বক্তব্য মিথ্যা ও বানোয়াট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান, সহসভাপতি আবদুল মজিদ দর্জি, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, প্রচার সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু প্রমুখ।

শিহাব খান/এনএ