পবিত্র রমজান মাসে স্বল্প আয়ের মানুষের সহায়তায় ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভা।

রোববার (২ মার্চ) সকালে পৌরসভা কার্যালয়ের ফটকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ।

তিনি বলেন, বাজারে গরুর মাংসের দাম বেশি থাকায় অনেকেই কিনতে পারছেন না। তাদের কথা চিন্তা করেই ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা মাংস বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি মাংস কিনতে পারবেন। মানুষের সাড়া পেলে পুরো রমজান মাসজুড়েই এ কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, এখান থেকে সরবরাহকৃত মাংস শতভাগ নিরাপদ। আমাদের আশা, এ কর্মসূচির মাধ্যমে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।

শিহাব খান/এএমকে