পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে সায়মন মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) ভোরে উপজেলার বায়েক ইউনিয়নের ধোপখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়মন ধোপখোলা গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। বর্তমানে তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ের মালিক খায়রুল ইসলাম রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছেন। এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। তবে কোনোভাবেই পাহাড় কাটার কাজ বন্ধ করা যাচ্ছিল না।
রোববার ভোরে পাহাড় কাটার সময় আকস্মিকভাবে মাটি ধসে পড়লে শ্রমিক সায়মন চাপা পড়েন। আহত অবস্থায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, পাহাড় কাটার সময় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, খায়রুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই পাহাড় কাটার মামলা রয়েছে। দুর্ঘটনার বিষয়টি আদালতকে জানানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন খায়রুল ইসলাম। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মাজহারুল করিম অভি/এএমকে