৫ দিন পর আলোকিত হলো ভোলার ৪ উপজেলা
ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ৪ উপজেলা গত চার দিন ধরে অন্ধকারে ছিল। অবশেষে আজ শনিবার আলোকিত হয়েছে এসব উপজেলা। ইয়াসের প্রবল বাতাসের কারণে পল্লীবিদ্যুতের লাইনের তার ছিড়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে লালমোহন, বোরহানউদ্দিন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় বিদ্যুৎ ছিল না।
এরপর বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ৪৬-৬০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ইনকামিং ব্রেকার আর্থ ফল্টে ট্রিপ করে। এতে পুরোপুরি ভোলার দক্ষিণের ৪ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ট্রান্সফরমারটি বন্ধ হয়ে যাওয়ায় বোরহানউদ্দিন, চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন উপজেলায় ২ লাখ ১০ হাজার পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিজ্ঞাপন
এদিকে, গত ৫ দিন বিদ্যুৎ বন্ধ থাকায় বাসা-বাড়িতে নানান সংকট দেখা দেয়। এ কারণে ব্যবসা বাণিজ্যেও ধস নেমেছে।
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতির লালমোহন জোনাল অফিসের ডিজিএম শাহিন আহসান জানান, আমাদের বোরহানউদ্দিনে অবস্থিত ২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ৪৬-৬০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। যেসব এলকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ওই এলাকায় মাইকিং করে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইলে এসএমএস করে বিষয়টি জানানো হয়েছিল। আজ থেকে ভোলার সব উপজেলায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএএস