ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গুদারাঘাট গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তিন ভাইয়ের সংঘর্ষে ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যুর ঘটনায় মা মোর্শেদা বেগ স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেছেন। নিহতের নাম কিরন মিয়া (৩০)।  

শনিবার মামলা হওয়ার পর কিরনের বাবা শাহজামালকে গ্রেফতার করেছে পুলিশ।

মীরেরটেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শুক্রবার উপজেলার জামপুর ইউনিয়নের গুদারাঘাট গ্রামের শাহ জামালের ছেলে কিরন মিয়ার সঙ্গে তার তার বাবা, ছোট দুই ভাই মেহেদী হাসান ও গাব্বা মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। 

এরই জের ধরে শুক্রবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তিন ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোট ভাই মেহেদী হাসানের ছুরিকাঘাতে কিরনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে ওই বাড়ির লোকজন পলাতক।

শেখ ফরিদ/এমএএস