হাতিয়ার জন্য হয় ফেরি নয় তো গণ অর্থ সংগ্রহ কর্মসূচি
ফেরির অর্থ বরাদ্দ না মিললে সচিবালয়ের সামনে হাতিয়াবাসীকে নিয়ে গণ অর্থ-সংগ্রহ কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
গতকাল নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, হাতিয়ার মানুষের প্রাণের দাবি নিরাপদ যাতায়াত ব্যবস্থার জন্য ফেরির ব্যবস্থা করা। মাননীয় উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ফেরিঘাটের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করবেন। যদি হাতিয়ায় ফেরি বাস্তবায়নে অর্থ বরাদ্দ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালক্ষেপণ করা হয় তাহলে হাতিয়াবাসীকে নিয়ে সচিবালয়ের সামনে গণ অর্থ সংগ্রহ কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাতিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ রেজা ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। তিনশ বছরের পুরনো এই দ্বীপে এখনও যাতায়াত নিয়ে ভোগান্তির শেষ নেই। প্রতিদিন প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ যাতায়াত করেন এই নৌপথে। জরুরি কাজে কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেও নদী পথে ট্রলার ও স্পিডবোটই শেষ অবলম্বন। বর্ষাকালে উত্তাল নদীতে এই পথ হয়ে ওঠে আরও বিপজ্জনক। তাই ফেরির দাবি পূরণে আমরা সবাই ঐক্যবদ্ধ। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে আমরা যেকোনো কর্মসূচি পালনে প্রস্তুত আছি।
হাসিব আল আমিন/এনএফ