সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে আটকের অভিযোগ, থানা ঘেরাও
সাতক্ষীরার তালা উপজেলার সালিশি বৈঠক থেকে স্বেচ্ছাসেবক দলনেতা ও সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলামকে পুলিশ দিয়ে আটক করানোর অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের একাংশের বিরুদ্ধে। এ ঘটনায় থানা ঘেরাও করেছে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা।
রোববার (৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
থানা হাজতে বন্দি বিএনপি নেতা রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, সালিশি বৈঠক থেকে ফারুক জোয়ার্দ্দার ও ছাত্রদলের তালা থানা আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ আমাকে পুলিশ দিয়ে আটক করিয়েছে। তারা ৫ আগস্টের পর থেকে লুটপাট, চাঁদাবাজি ও জমি দখল করেছে। আগে আওয়ামী লীগ করত, সরকার পতনের পর বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালাচ্ছে তারা। এখন তারা আমাকে পুলিশ দিয়ে আটক করিয়েছে।
অন্যদিকে, অভিযুক্তদের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক জোয়ার্দ্দার বলেন, আমি আটক করাবো কেন? বরং আমি তাকে ছাড়ানোর জন্য থানায় অবস্থান করছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ছাত্রদল তালা থানার আহ্বায়ক হাফিজুর রহমানও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে পুলিশ দিয়ে আটক করাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইব্রাহিম খলিল/এমএন