নিখোঁজের ৭ দিন পর মিলল অটোচালকের লাশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ময়মনসিংহে নিখোঁজ হওয়ার সাত দিন পর রুক্কু মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ মে) দুপুরে নগরীর বাড়েরা নিজামনগর এলাকার রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন। তিনি বলেন, ওই এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নিহত রুক্কু মিয়া নেত্রকোনা সদর উপজেলার পূর্বধলা রাজিবপুর গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে। তিনি গত ১০ বছর ধরে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় থেকে ভাড়ায় রিকশা চালাতেন। ২৩ মে রিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
উবায়দুল হক/এমএসআর
বিজ্ঞাপন