২৫ বছর ধরে মুসল্লিদের জুতা গুছিয়ে রাখছেন বৃদ্ধ রশীদ
আবদুর রশীদ
প্রতিদিন কাজিরহাট উত্তর মাথা জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের জুতা গুছিয়ে রাখেন আবদুর রশীদ। এতে নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে সহজেই তাদের জুতা পেয়ে যান এবং পরতে পারেন। এ কাজটি দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন তিনি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু বাজার (বর্তমান) হাসাননগরের কাজিরহাট উত্তর মাথা এলাকার বাসিন্দা আবদুর রশীদ (৭২)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের টাকায় ছোট শিশুদের বিভিন্ন রকমের খাবার কিনে তার পকেটে রাখেন আবদুর রশীদ। পাশাপাশি শিশুদের আল্লাহর জিকির করানো ও মেয়েদের মাথায় কাপড় দেওয়া, মুরব্বিদের সালাম দেওয়ার বিনিময়ে খাবার বিতরণ করে থাকেন তিনি।
অসহায়, অসচ্ছল ও অভাবী হয়েও তার এমন ধর্মীয় কার্যক্রম স্থানীয় সবারই হৃদয় ছুঁয়েছে। এলাকার মানুষের কাছে আবদুর রশীদ প্রশংসা ভাসছেন।
এলাকার বাসিন্দা মো. হাছনাইন আহমেদ জানান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসা মুসল্লিদের যাতে কষ্ট না হয়, এ জন্য জুতাগুলো গুছিয়ে রাখেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে তিনি কাজটি করছেন। বিষয়টি সবার নজর কেড়েছে। এত বৃদ্ধ বয়সে ইসলামের জন্য কিছু করতে পেরে তিনি খুশি থাকেন। এর জন্য কোনো বিনিময় চান না তিনি। আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুন।
বিজ্ঞাপন
হাসাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আমি আবদুর রশীদের এমন কর্মের কথা লোকমুখে শুনেছি। আজকাল সমাজে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল।
তিনি বলেন, আবদুর রশীদের নিজেরই অভাবের সংসার। তার পরও শিশুদের নামাজ পড়ার বিনিময়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাকে আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা করব।
এনএ