বাগেরহাটের মোংলায় জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে এসেছে ৯ ফুট লম্বা একটি অজগর। সোমবার (৩১ মে) সকালে উপজেলার চিলা ইউনিয়নের গিলাখালকুল গ্রামের রাসেল হাওলাদারের বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।

রাসেল জানান, অজগরটি তার দুটি মুরগি ও পাঁচটি হাঁস মেরে ফেলেছে। অজগরটিকে দুপুরে সুন্দরবনের শ্যালা নদীর পাড়ে গহীন বনে অবমুক্ত করা হয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, সকাল ৯টার দিকে রাসেল হাওলাদার ও স্থানীয় লোকজন অজগরটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিয়োজিত ওয়াইল্ড টিম, বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে। ৯ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১২ কেজি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে অজগরটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

তানজীম আহমেদ/এসপি