গাছ ধরতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর
চাঁদপুরের হাইমচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৩১ মে) বিকেলে লক্ষ্মীপুর গ্রামের আবুল খায়ের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মিজান শেখের ছেলে রাকিবুল হাসান (১১)।
বিজ্ঞাপন
এ ঘটনায় শিশুকে বাঁচাতে গিয়ে একই বাড়ির হারিস খান (৭০) ও রিনা বেগম নামের দুজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের আবুল খায়ের পাটওয়ারী বাড়ির সামনে রাস্তায় বৈদ্যুতিক তার গাছের সঙ্গে লেগে থাকে। পথচারী শিশুটি গাছ স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত রাকিবুল হাসান (১১) তিন ভাইয়ের মধ্যে সবার বড়। রাকিবুল পশ্চিম ভিঙ্গুলিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী। রাকিবুল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
শরীফুল ইসলাম/এনএ