অটোরিকশাচালক আসলাম হোসেন

রাজশাহী নগরীতে এক ব্যাংকারের ২ লাখ ৯৪ হাজার টাকাভর্তি ব্যাগ নিয়ে হঠাৎ উধাও হয়ে যান অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩২)। কিন্তু ধরা পড়ে যান নগর পুলিশের সিসি ক্যামেরায়। ঘটনার এক দিন না পেরুতেই সোমবার (৩১ মে) সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে ওই অটোরিকশাচালককে আটক করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তার কাছ থেকেই টাকাভর্তি ব্যাগটি উদ্ধার হয়েছে। 

অটোরিকশা চালক আনোয়ার হোসেন নগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া রেললাইন এলাকার আসলাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন ব্যাংকার মোক্তাদির আহমেদ। তিনি নাটোরে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

আটকের পর বেলা দেড়টার দিকে অটোরিকশাচালক আসলাম হোসেনকে নগর পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। 

এ সময় নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার (৩০ মে) সকাল সোয়া ৭টার দিকে ব্যাংক কর্মকর্তা মোক্তাদির আহমেদ নগরীর রাজপাড়া থানার বহরমপুর মোড় থেকে ভদ্রা যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন। সঙ্গে নগদ ২ লাখ ৯৪ হাজার টাকাভর্তি একটি ব্যাগ ছিল। ওই ব্যাগে তার মোবাইল নম্বর, অফিসের পরিচয়পত্র ছাড়াও বাড়ি ও অফিসের চাবি ছিল।

ভদ্রা মোড়ে পৌঁছানোর পর অটোরিকশায় ব্যাগ রেখে তিনি বাস কাউন্টারে যান। এই সুযোগে ব্যাগ নিয়ে উধাও হয়ে যান অটোরিকশাচালক। অনেক খুঁজে সন্ধান না পেয়ে শেষে তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে দ্রুত টাকার ব্যাগটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ। শুরুতেই সাইবার ক্রাইম ইউনিট ঘটনাস্থল ও এর আশেপাশের সিসি ক্যামেরায় ওই অটোরিকশা চালকের উপস্থিতি শনাক্ত করে। এরপর সেই ফুটেজ ধরে চলে পুলিশের চিরুনি অভিযান।

সোমবার সকাল ১০টার দিকে অটোরিকশাচালক আনোয়ার হোসেনের কাছে পৌঁছে যায় এসআই উত্তম কুমার রায়ের নেতৃত্বে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল।

প্রথমে আনোয়ার হোসেন টাকার ব্যাগ নিয়ে উধাও হওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে সিসি ক্যামেরার ফুজেটে ধরা পড়ায় বিষয়টি স্বীকার করেন। পরে তার বাড়ি থেকে টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ব্যাগে টাকা ছাড়াও ওই ব্যাংক কর্মকর্তার মোবাইল নম্বর ছিল। কিন্তু অটোরিকশা চালক ব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করেননি। এতে অটোরিকশাচালকের অনৈতিক উদ্দেশ্য প্রতীয়মান হয়। পরে ওই অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর