শেরপুরে ছাত্রদল সভাপতিসহ আটক ৬
ছাত্রদল সভাপতি সৈকত ও যুবদলের দফতর সম্পাদক রেজাউল
শেরপুরে নাশকতার সন্দেহে জেলা ছাত্রদলের সভাপতিসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি মো. সৈকত হোসেন (২৮), যুবদলের দফতর সম্পাদক রেজাউল করিম বাবু (২৭), ছাত্রদল নেতা মো. মেহেদী হাসান (২৫), মো. শিমুল মিয়া (২৩), মো. পাপন মিয়া (২৪), মো. শাহরিয়ার (২০)।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, আটকদের ফৌজদারি বিধিমালা (৫৪ ধারায়) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জাহিদুল খান সৌরভ/এসপি
বিজ্ঞাপন