কাজ শেষে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় নারীর মৃত্যু
কুমিল্লার বুড়িচংয়ে মাইক্রোবাসের চাপায় লাখি আক্তার (১৬) নামের জুতা ফ্যাক্টরির এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) রাত সাড়ে ১০টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের রামপুর পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বুড়িচং উপজেলার রামপুর এলাকার হারুন মিয়ার মেয়ে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত এক বছরের বেশি সময় ধরে লাকী আক্তার জিহান ফুটওয়্যার কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন। কাজ শেষ করে রাত সাড়ে ১০টায় বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগ্রামী মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করেছি। তার আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসআই।
এনএ