প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোকানের সাইনবোর্ড

সিলেট নগরের লালদিঘির পাড় এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোকানের সাইনবোর্ড টাঙানোর ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে সাইফুর হোসেন সাজ্জাদ নামে এক ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কালাম আহমেদ এই জিডি দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইয়াসিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সাইনবোর্ডটি নামিয়ে এনেছে। যে ব্যবসায়ী এই কাজ করেছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, নগরের লালদিঘির পাড় এলাকার বি ব্লকে সাইফুর হোসেন সাজ্জাদ নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে তার দোকানের উপর ‘শেখ হাসিনা স্টোর’ নামে একটি সাইনবোর্ড টাঙান। স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ এসে সাইনবোর্ডটি নামিয়ে নিয়ে যায়। তবে ওই ব্যবসায়ীকে পাওয়া যায়নি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, এভাবে যারা প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে তাদের গ্রেফতার করা হোক। সাইফুর হোসেন সাজ্জাদ নামের ওই ব্যবসায়ী আওয়ামী লীগের কেউ নন বলে জানান তিনি।

এমএসআর