ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শাহাদৎ হোসেনের ওপর হামলা করেছেন এক ছাত্রলীগ কর্মী। মঙ্গলবার (০১ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফরমে এ ঘটনা ঘটে। আহত শাহাদৎ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী অন্য সাংবাদিকরা জানিয়েছেন, দুপুরে রেলওয়ে স্টেশনে একটি মানববন্ধন চলছিল। হেফাজতে ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কারের দাবিতে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ওই মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য অন্য সহকর্মীদের সঙ্গে রেলওয়ে স্টেশনে যান শাহাদৎ। মানববন্ধন চলাকালে সৈনিকলীগ নেতা জুম্মানের ভাই রোমান সাংবাদিক শাহাদতের ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সাংবাদিক শাহাদৎ হোসেন বলেন, মানববন্ধন চলাকালে স্টেশনের গেটকিপার মুরাদুল ইসলামকে থাপ্পর দেন রোমান। মুরাদুল বিষয়টি আমাকে জানালে আমি যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানাই। কেন হাসানকে জানালাম, সেজন্য রোমান অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সে কিল ঘুষি মারতে থাকে। পরে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করে।

আজিজুল সঞ্চয়/এমএএস