নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির সামনের কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল, দুইটি চকলেট বাজি ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল ঢাকা পোস্টকে বলেন, রাত ১২টার দিকে পর পর কয়েকটি ফাঁকা গুলির শব্দ এবং ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, এটা পরিকল্পিত ঘটনা। আমার ভাই শাহাদাৎকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

হাসিব আল আমিন/এসপি