করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। জেলা প্রশাসক হারুন-অর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন। 

বুধবার (০২ জুন) দুপুরে নওগাঁ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বুধবার রাত ১২.০১ মিনিট থেকে শুরু হয়ে ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত থাকবে। এ সময় গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে। 

জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিষেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শামীনূর রহমান/এসপি