সাতক্ষীরা সীমান্তে ভারতফেরত ১০ জন আটক
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে এক রোহিঙ্গাসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা সীমান্তের কাকডাংগা, তলুইগাছা ও মাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (২ জুন) দুপুর ২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির দফতর থেকে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের শিংলালবাট্টা গ্রামের মোমিন সরদার (২৫), ভাদিয়ালী গ্রামের আতিকুল ইসলাম (২৭), সদর উপজেলার কুলিয়া গ্রামের শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা বেগম (২২), মুকন্দপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে আবির আলী (১৬) ও আসিফ (১৪)।
বিজ্ঞাপন
এছাড়া কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের মৃত নাজির হোসেনের ছেলে রফিক (৪১), নড়াইল জেলার কালিয়া থানার পেরুলী গ্রামের মাহবুব শেখ (২৫), জামিলডাঙ্গা গ্রামের কুরছিণা বেগম (৩২), যশোর জেলার কোতোয়ালি থানার ছাবরা রায়পাড়া গ্রামের মরিয়ম বেগম (৩৫)।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশকালে তাদের আটক করা হয়েছে। করোনার ভারতীয় ধরন প্রতিরোধে তাদের কালীগঞ্জ উপজেলার নলতায় আহসানিয়া মিশনে জেলা প্রশাসকের তত্ত্বাবধায়নে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এমএসআর