ঝটিকা মিছিল করায় খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর তিনটি থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা তিনটি দায়ের করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল সকালে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে এবং বিকেলে বাইপাস সড়ক সংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।

দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর এবং আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। মামলার ঘটনায় অংশগ্রহণকারী অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে সোমবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়। মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় আজ দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব বলেন, নগরীর হরিণটানা থানায় ২২ জন, খালিশপুর থানায় ৭ জন এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নগরীর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর আদায় শাখার নিম্নমান সহকারী (ডিমান্ড সহকারী হিসেবে কর্মরত) রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এসআই মোনায়েম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানার এসআই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ ছাড়া আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদ মিলন/এমজেইউ