রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে সাড়ে ৭ কেজি ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাই মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (০৩ জুন) ভোরে জেলে নুরুল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের পাশের আড়তে নেওয়া হলে জেলে নুরুল হালদারের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনলেও বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। বেশি দাম পেলে বিক্রি করে দিব।

তিনি আরও বলেন, বিলুপ্তপ্রায় এই ঢাই মাছ অনেক দিন পর দেখলাম। তাই বেশি দাম হলেও কিনে নিয়েছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের পদ্মা নদীতে প্রতি দিনই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। তবে আজ বিলুপ্তপ্রায় এত বড় ঢাই মাছ ধরা পড়ার খবর শুনে খুবই ভাল লাগছে। এই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না।

মীর সামসুজ্জামান/এসপি