করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান সুমন (৩৮)। বুধবার (২ জুন) রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত ২৩ মে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে। পরে তাকে মমেকের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউ ও পরে সিসিইউতে স্থানান্তর করা হয়। তারপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান ডা. মেহেদী হাসান সুমন।

জামালপুর সদরের নুরুন্দি এলাকার বাসিন্দা মেহেদী হাসান সুমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে ৩০তম বিসিএসে ক্যাডারপ্রাপ্ত হন এই কর্মকর্তা। সবশেষ মুক্তাগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তিনি স্ত্রী, ৫ বছর বয়সী এক মেয়ে ও ১৬ মাস বয়সী এক ছেলেসন্তান রেখে গেছেন।

উবায়দুল হক/এনএ