সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (১ মে) ভোররাতে নগরীর শেখঘাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, গত বছরের ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাসুদ আহমদ রনি/এমজে