হেলাল সরকার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাজমিস্ত্রির ছেলেকে ধরে এনে মারধর ও বাড়িতে হামলা এবং লুটপাট করার মামলায় হেলাল সরকার (৪৫) নামে পৌরসভার এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল সরকার কসবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বুধবার (২ জুন) বিকেলে কসবা উপজেলা সদরের মরাপুকুরপাড় এলাকায় একটি মাঠে রাজমিস্ত্রি বজলুর রহমানের ছেলে দ্বীন ইসলাম ফুটবল খেলতে যায়।

সেখানে খেলা নিয়ে কাউন্সিলর হেলাল সরকারের ছেলে পিয়াসের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে দ্বীন ইসলামকে ধরে এনে মারধর করেন কাউন্সিলর হেলাল। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা করেন বজলুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, দ্বীন ইসলামকে ধরে এনে মারধরের পর রাজমিস্ত্রি বজলুর রহমানের বাড়িতে কাউন্সিলর হেলালের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন হামলা করেন। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করনে হামলাকারীরা।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা বলেন, সন্ধ্যায় কাউন্সিলর হেলাল সরকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজিজুল সঞ্চয়/এমএসআর