নির্মাণাধীন ভূমি অফিসের একাংশে ধস
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণাধীন ভবনের একটি অংশ (গাড়ি বারান্দা) ধসে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই ধসে পড়েছে ভবন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে রাতেই একটি কমিটি গঠন করেছেন তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান। অনেক দিন আগে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। কিন্তু জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে নির্মাণকাজ বন্ধ থাকে। গেল ঈদুল ফিতরের কিছুদিন আগে আবারও নির্মাণকাজ শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই দোতলা ভবনের গাড়ি বারান্দা অংশটুকু ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতান মাহমুদ জানান, বিষয়টি আমার ভালো করে জানা নেই, আমি নতুন এসেছি। শুনেছি অনেক আগেই শার্টার লাগানো হয়েছিল। একটা কার্নিশ ভেঙে পড়েছে। এটি তেমন কোনো বিষয় নয়। আমি পুরো বিষয় জানার জন্য উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।
বিজ্ঞাপন
ভবন নির্মাণকাজের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার সিরাজুল ইসলাম। এ বিষয়ে তার সঙ্গে কথা বলার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। মেসেজ পাঠানো হলেও তার উত্তর দেননি।
ইউএনও সৈকত ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পুরোটাই টেকনিক্যাল বিষয়। সে কারণে উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে কী কারণে ভবন ধসে পড়েছে।
রাকিব হাসনাত/এনএ