উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালীর মানববন্ধন

‘উপকূল বাঁচাই আমরা বাঁচি, দূষণমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী।

শুক্রবার (৪ জুন) সকাল ১১টায় সুবর্ণচরে চরবাটা ভূঁইয়ারহাট-সংলগ্ন লেকের পাড়ে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপকূল বাঁচলে আমরা বাঁচব। মেঘনার শাখা নদী দখল ও দূষণ করতে করতে শুকিয়ে মারা হয়েছে। নদীতীর দখল করে নিচ্ছে প্রভাবশালী মহল।

বক্তারা মেঘনার শাখা নদীর জৌলুশ ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি কামনা করেন। নদী দখল ও দূষণমুক্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালীর সভাপতি আবদুল বারি বাবলু বলেন, এখানে মেঘনা নদী ছিল। এখানকার মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হতো এই নদীর মাধ্যমে। কিছু অসাধু মহল এই নদীকে দুই দিক থেকে গলা টিপে ধরেছে। যার কারণে এই মেঘনা নদী আজ মৃতপ্রায়। জেলেরা এই নদীতে মাছ ধরতে পারে না।

মানববন্ধনে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালীর সদস্যরা ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএসআর