সাংবাদিক মাহফুজ আলম মারা গেছেন
মাহফুজ আলম মুনি
নাটোর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার মাহফুজ আলম মুনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৪ জুন) সকাল ৯টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, সাংবাদিক মাহফুজ আলম দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। বাংলাদেশ বেতারের নাটোর প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে তিনি নাটোরের স্থানীয় দৈনিক জনদেশের ব্যবস্থাপনা সম্পাদক ও চ্যানেল ওয়ানের নাটোর প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর শহরের মাদরাসা মোড় পুরাতন বাস টার্মিনালে পৌরসভা জামে মসজিদে নামাজে জানাজা শেষে গাড়ীখানা কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে নাটোরের সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
মাহফুজ আলম মুনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ সুধী সমাজের প্রতিনিধিরা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তাপস কুমার/এমএসআর