সাভারের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ইউনিটের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস।

শুক্রবার (৪ জুন) রাত ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ব্রখিল মার্কেট সংলগ্ন মেহেদীর মালিকানাধীন এমএই ফ্যাশন নামের একটি কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিনসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগেই কারখানা ছুটি হওয়াতে সব শ্রমিক চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানার মালিক মেহেদী বলেন, হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই পুরো কারখানায় আগুন ধরে। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

মাহিদুল মাহিদ/এসএসএইচ