সুন্দরবনে হরিণ শিকার, নৌকায় মাংস ফেলে পালাল শিকারি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদী থেকে হরিণের মাংসসহ একটি নৌকা আটক করেছে বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি আটক করা হয়।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা আবু দাউদ জানান, চুনকড়ি নদীতে একটি নৌকা আটকের পর এক কেজির একটু বেশি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে নৌকায় কাউকে পাওয়া যায়নি। বর্তমানে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। চোরাই পথে গিয়ে অথবা আগে পাস নিয়ে যাওয়া কেউ সুন্দরবন ছিলেন, যিনি হরিণ শিকার করেছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নৌকায় হরিণের কোনো চামড়া, মাথা কিছুই পাওয়া যায়নি। তাছাড়া নৌকায় কোনো বনজীবীর পাসও ছিল না। হরিণের বাকি মাংস নদীতে ফেলে দিতে পারে অথবা রান্না করে খেয়ে ফেলতে পারে। অভিযানের আগেই নৌকা ফেলে পালিয়ে যান শিকারিরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/আরএআর
বিজ্ঞাপন