সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষকে মায়ের মতো আগলে রাখে। কিন্তু মনুষ্যসৃষ্ট নানা কাজে সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবনসহ দেশের সব প্রাকৃতিক বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সুন্দরবনসহ জীববৈচিত্র্য ধ্বংস করে শুধু গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষা হবে না। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রকে গুরুত্ব দিতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৫ জুন) সকাল ১০টায় বাগেরহাটের মোংলার সুন্দরবন-সংলগ্ন তেলিখালীর পশুর নদের পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটাকিপার্সের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, মুনাফালোভী ব্যবসা-বাণিজ্য ও অপরিকল্পিত শিল্পায়নের কারণে সুন্দরবনের প্রাণ পশুর নদ দখল ও দূষণ হচ্ছে। ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র আজ হুমকিতে রয়েছে। সুন্দরবন-সংলগ্ন এলাকায় বনবিনাশী সব উন্নয়ন প্রকল্প বাতিলের আহ্বান জানান অংশগ্রহণকারী।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বাপার মোংলার আহ্বায়ক সাংবাদিক মো. নূর আলম শেখ, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, গীতা হালদার, চিলা কৃষিজমি রক্ষা আন্দোলনের নেতা মো. আলম গাজী, বিজন কুমার বৈদ্য, জাকির মোসাল্লী, হেম রায়, আলাউদ্দিন শেখ, গৌর রায়, ইশারাত ফকির, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল প্রমুখ।

তানজীম আহমেদ/এনএ