‎কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত জায়গায় তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে, সাম্যকে হত্যা করা হলো। আমরা চাই না নতুন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ হত্যার শিকার হোক। আমাদের সহযোদ্ধা নিরপরাধ সাম্যকে যারা হত্যা করেছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি।

‎বুধবার (১৪ মে) বিকেলে পিরোজপুরের সি অফিস চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

‎আমানুল্লাহ আমান বলেন, সাম্য হত্যার স্পষ্ট দায়ে আমরা ভিসির পদত্যাগ দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছি। যারা সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছে তাদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

‎পথসভায় আরও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রাশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎শাফিউল মিল্লাত/এমএ‎