নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে সজল আহম্মেদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আটুয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সজল আটুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, আটুয়া রফিকের বাড়ির সামনের একটি পুকুরে সজলসহ ৫-৬ জন শিশু গোসল করতে নামে। এ সময় হঠাৎ শিশু সজল পানিতে তলিয়ে যায়। তাকে আব্দুল মালেকের ছেলে আরিফুল ইসলাম (৭) উদ্ধার করতে গেলে সেও তলিয়ে যায়।

পরে স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়। অপরদিকে মুমূর্ষু অবস্থায় আরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাপস কুমার/এমএসআর