বগুড়ায় ৪৮ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
বগুড়া জেলায় গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার বাসিন্দা নূর নবী (৬০) ও গাবতলী উপজেলার আফতাব আলী (৭৫)।
জানা যায়, শুক্রবার রাতে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নূর নবী ও বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আফতাব আলীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
শনিবার (৫ জুন) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন বলেন, জেলায় দুইটি পিসিআর ল্যাবে ১৪১ নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার সংক্রমণের প্রমাণ মিলেছে। শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ।
তিনি আরও বলেন, এদের মধ্যে শজিমেক ল্যাবে ১৩৪ নমুনায় ১৬ জনের পজিটিভ এবং টিএমএসএস ল্যাবে ৭ নমুনায় সবার নেগেটিভ এসেছে। এছাড়া নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে সদরের ১৪ জন এবং বাকি ২ জন শেরপুর ও শিবগঞ্জের বাসিন্দা।
বিজ্ঞাপন
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৩৫৯ জন এবং নতুন ১৫ জনসহ সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৯৫ জন। এছাড়া করোনায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি ৩১৯ জনে দাঁড়িয়েছে। বর্তমান চিকিৎসাধীন ২৪৫ জন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর