পাচারকারীসহ আটক তিনজন

সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার (৫ জুন) সকালে তাদের আটক করা হয়। এ সময় পালিয়ে গেছেন আরও ২ মানবপাচারকারী।

আটকরা হলেন কলারোয়ার ভাদিয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে হাসানুর রহমান (৩৩), নারায়ণগঞ্জ জেলা সদরে সাতগ্রামের মৃত মুসলিম খানের মেয়ে সোনিয়া আক্তার (২২), শরীয়তপুর জেলা সদরের সাত্তারের মেয়ে জেসমিন আক্তার (২৬)।

এ সময় পালিয়ে গেছে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে পাচারকারী খায়রুল ইসলাম (৪০) ও কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রেকসোনা পারভীনের স্বামী রসুল (৫৫)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, করোনার ভারতীয় ধরন রোধে সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি চলছে। গত ২৮ এপ্রিল থেকে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশ থেকে অবৈধপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় এক পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটকদের কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ২৮ এপ্রিল থেকে এ পর্যন্ত সীমান্তে ৩১ জন বাংলাদেশি ও দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।

আকরামুল ইসলাম/এমএসআর