বুকফাটা আর্তনাদ করা সেই কিশোর পেল নতুন ভ্যান
অভাব-অনটনের সংসারে রোজগারের একমাত্র সম্বল ছিল একটি ব্যাটারিচালিতভ্যান। তবে সেটিও চুরি করে নিয়ে যায় দুই প্রতারক। এরপর রাস্তায় বুকফাটা কান্নায় ভেঙে পড়ে কিশোর আব্দুল্লাহ। কিশোরের কান্না শুনে হৃদয় ছুঁয়ে যায় মানুষদের। আব্দুল্লাহকে একটি নতুন ভ্যান কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন সাংবাদিকরা। অবশেষে শনিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল্লাহ্ ও তার বাবা বাবু গাজীর হাতে একটি নতুন ভ্যান তুলে দেওয়া হয়েছে।
খুলনা জেলার চুকনগর বাজারে গত ১৯ মে (বুধবার) সকালে ভ্যান চুরির ঘটনা ঘটে। আব্দুল্লাহ গাজী (১৪) সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাবু গাজীর ছেলে।
বিজ্ঞাপন
চুকনগর এলাকার বাসিন্দা সাংবাদিক দীপ্তিমান বাপ্পী ঢাকা পোস্টকে বলেন, আব্দুল্লাহর কান্না ফেসবুকে দেখার পর আবেগাপ্লুত হয়ে পড়ি। বন্ধুদের সঙ্গে আলোচনা করি একটি নতুন ভ্যান কিনে দেওয়া যায় কি না। সবাই মানবিক এ কাজে সাড়া দেয় ও বেশ কিছু টাকা তাৎক্ষণিক জোগাড়ও হয়ে যায়। এরপর চুকনগর প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিনকেও বিষয়টি জানালে তিনিও সহযোগিতার আশ্বাস দেন। তখন আব্দুল্লাহ ও তার বাবাকে একটি নতুন ভ্যান কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিই।
তিনি আরও বলেন, প্রতিশ্রুতি অনুয়ায়ী ভ্যানটি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহকে ভ্যান না চালিয়ে স্কুলে পাঠানোর জন্য বলা হয়েছে। ৪৫ হাজার টাকার ভ্যানটি ক্রয়ের জন্য সার্বিক সহযোগিতা করেছেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, ডুমুরিয়া থানার ওসি ওবায়দুর রহমান, খুলনা দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ারসহ অনেকেই।
বিজ্ঞাপন
ভ্যানটি হস্তান্তরের সময় চুকনগর প্রেসক্লাবের সভাপতি রহুল আমিন, সাংবাদিক কোমল রাহা, সরকারি চাকরিজীবী রনজিত দেব, চিকিৎসক পার্থব্রত দত্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নতুন ভ্যান পাওয়ার পর বাবু গাজী ঢাকা পোস্টকে জানান, ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর এলাকার অনেকেই খুশি হয়েছিল। এখন কেউ কারো ভালো চায় না। ভ্যানটি চুরি হয়ে গেলে নতুন আরেকটি ভ্যান পাব সেটি আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের দিকে ভুয়া খবর দেয় বেশি। ভালো সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ১৯ মে সকালে ভাড়া নিয়ে তালা থেকে চুকনগর বাজারে যাওয়ার পর দুইজন মানুষ এসে আব্দুল্লাহকে বলে তারা দুইটি টেলিভিশন কিনে তালা বাজারে যাবে। ১০০ টাকা ভাড়ার চুক্তি করে। এরপর দুই প্রতারক দুটো বস্তা কিনতে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
আকরামুল ইসলাম/এসপি