সাতক্ষীরায় উপনির্বাচনে ভোটারশূন্য ভোটকেন্দ্র
ভোটকেন্দ্রগুলোতে নেই কোনো ভোটার
সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। উপনির্বাচনে তিনজন প্রার্থী অংশ নিয়েছেন। নেই বিএনপির কোনো প্রার্থী।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম।
বিজ্ঞাপন
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে লড়ছেন মুজিবর রহমান। তিনি দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, আনারস প্রতীকে বিদ্রোহী হয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে রফিকুল ইসলাম। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। অন্যদিকে, আম প্রতীক নিয়ে লড়ছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) অজিয়ার রহমান।
দেবহাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৫১ হাজার ৩৯ জন। পাঁচটি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য, পিসি একজন, এপিসি একজন, পুরুষ আনসার সদস্য ছয়জন, নারী আনসার সদস্য চারজন এবং দুইজন গ্রাম পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রে উপস্থিতি কম। তবে বিচ্ছিন্নভাবে ১০-১৫ জন একত্রে এসে ভোট দিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের ভোট দিতে অনিহার বিষয়টিও ষ্পষ্ট। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী, সমর্থকদের কেন্দ্রের বাইরে ভিড় রয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের টহল রয়েছে উপজেলাজুড়ে।
সাতক্ষীরা জেলা রিটানিং কর্মকর্তা নাজমুল কবির বলেন, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একটু কম। দুপুর ১২টা পর্যন্ত শতকারা ১৫ ভাগ ভোট পড়েছে।
এসপি